দুবাই এ পাঠানোর নাম করে ৩ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ
মৌলভীবাজার প্রতিনিধি, ২৩ অক্টোবর:দুবাই এ পাঠানোর নাম করে ৩ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এন আই অ্যাক্টের ১৩৮ ধারায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। জানা যায় জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের রাজকান্দি গ্রামের মৃত আত্তর উদ্দিনের ছেলে মো: কুদরতউল্লাহকে ৪ লাখ টাকায় দুবাই পাঠাবেন সাব্যস্থ করে ২০/০৮/২০১৪ ইং পাসপোর্টসহ ৩ লক্ষ ্ টাকা গ্রহণ করেন মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতাল সড়কের ফ্যামিলি শপিং সেন্টারের স্বত্তাধিকারী আজিজুল হক বাবুল। শর্ত ছিল ৩ মাসের মধ্যে ভিসা আসবেও ভিসা আসলে বাকী ১ লাখ টাকা দিতে হবে। ৩ মাস অতিবাহিত হলে ভিসার কোন খবর না থাকায় কুদরতউল্লা আজিজুল হক বাবুলের সাথে যোগাযোগ করলে তিনি আরো সময় চান। গত ১৯/১২/২০১৩ আবার দেখা করলে আজিজুল হক বাবুল তার নামীয় ডাচ বাংলা ব্যাংকের হিসাব নং ১৩২১০১১৭৪৪৪ এর ৩ লক্ষ ্৪০ হাজার টাকার চেক প্রদান করেন মো: কুদরতউল্লাহকে। উক্ত চেক খানা বেশ কয়েকবার ব্যাংকে দাখিল করা হলেও টাকার অপ্রতুলতাহেতু প্রত্যাখ্যাত হয়। ২৭/০২/২০১৪ ই্ং আজিজুল হক বাবুলের কাছে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠালেও তিনি কোন জবাব দেননাই। বাধ্য হয়ে মো: কুদরতউল্লা আজিজুল হক বাবুলকে আসামী করে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ নং আমল আদালত মৌলভীবাজারে সি আর ১১৯/২০১৪ মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করেন। বর্তমানে মামলাটি দায়রা জজ আদালতে বিচারাধীন আছে। আজিজুল হক বাবুল বর্তমানে জামিনে আছেন বলে জানা গেছে।