মেয়র আরিফের বিরুদ্ধে হাইকোর্টে কয়েস লোদীর রিট

Arif-and-Koyes-Ludiসুরমা টাইমস ডেস্কঃ সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের পদ নিয়ে উচ্চ আদালতে রিট পিটিশন করেছেন প্যানেল মেয়র-১ ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী তাকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব না দিয়ে চীন সফরে যাওয়ায় তিনি মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে এ আবেদন করেন। কয়েস লোদীর পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ রিট পিটিশনটি আদালতে দাখিল করেন। বুধবার পিটিশনের শুনানী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদী একটি অনলাইন সংবাদমা ধ্যমকে জানান- সিটি করপোরেশন আইনের ২১ ধারা অনুযায়ী নির্বাচিত মেয়র দেশের বাইরে গেলে জেষ্ঠ্যতার ভিত্তিতে (ক্রমানুসারে) একজন প্যানেল মেয়রকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দিয়ে যাওয়ার বিধান। এ নিয়ম অনুযায়ী প্যানেল মেয়র-১ হিসেবে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পাওয়ার কথা তার।
কিন্তু আরিফুল হক চৌধুরী তাকে দায়িত্ব না দিয়েই চীন সফরে চলে গেছেন। এর আগে একইভাবে তিনি দায়িত্ব না দিয়ে থাইল্যান্ড সফরে যান। সিটি করপোরেশনের আইনলঙ্ঘন করায় তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন বলে জানান কয়েস লোদী।