সিলেট, জৈন্তাপুর থানার ডিবির হাওর এলাকার কিছু কিছু গরীব পরিবার এই ডিজিটাল যুগেও অস্বাস্থ্যকর পায়খানা ব্যবহার করছে। এছাড়া এলাকার যোগাযোগ ব্যবস্থা মোটেও ভাল নয়। হঠাৎ রোগাক্রান্ত মানুষের চিকিৎসা নেয়া খুবই কষ্টসাধ্য। অপরদিকে সিলেটের জৈন্তাপুর থানার দরবস্ত বাজারের রাস্তার পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে হাতে ঝুলিয়ে পরিবেশ বান্ধব পাখি বিক্রি করছে একদল অসৎ ব্যবসায়ীরা। পাখিগুলোর চোখ সুই সুতো দিয়ে আটকে দেয়া হয়েছে, যাতে পাখিগুলো দেখে শুনে কোনপ্রকার আত্মরক্ষার চেষ্টা চালাতে না পারে। এ অমানবিক দৃশ্য যে কোন হৃদয়বানের মনে কষ্ট দিবে। তাই বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সিলেট কর্পোরেট শাখার পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক এ.এফ.ইউ দৌলত এবং সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইদুল ইসলাম (দুলাল) বিষয়গুলো নজরে এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের বিশেষ অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি