শ্রমিক নেতা মোঃ আরজান আলীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতার দাবি
স’মিল শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ আরজান আলী ও তার স্ত্রী রাজিয়া বেগমের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স’মিল শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মতিউর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক। নেতৃবৃন্দ এক বিবৃতিতে উল্লেখ করেন ১৯ অক্টেবর সকাল ৮ টার সময় মোঃ আরজান আলীর রাজনগর উপজেলার পূর্বমিয়ারকান্দি গ্রামের নিজ বাড়িতে সন্ত্রাসীদের অতর্কিত হামলার শিকার হন। সকাল বেলা কিছু বুঝে উঠার আগেই একই গ্রামের মোঃ মোস্তফা মিয়া ও মোঃ তেরা মিয়ার নেতৃত্বে কায়সার, সারওয়ার, হেলাল, বিল্লালসহ ৮/১০ জনের একদল সন্ত্রাসীরা রামদা, লোহার রড়, লাঠিসোটা নিয়ে তার উপর হামলা শুরু করে। সন্ত্রাসীদের হাত স্বামীকে রক্ষা করতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা রাজিয়া বেগমের উপরও হামলা চালায়। সন্ত্রাসীদের রামদা ও লোহার রডের আঘাতে গুরুতর আহত আরজান আলী ও ফিরোজা বেগমকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্ত্তি করা হলে আরজান আলীর মাথায় ৮ টি সেলাই ও ফিরোজা বেগমের মাথায় ৬ টি সেলাই লাগে। তারা উভয়ই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এব্যাপারে রাজিয়া বেগম বাদী হয়ে রাজনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন মোঃ মোস্তফা গং দীর্ঘদিন থেকে আরজান আলীর বাড়ির রাস্তার বিরোধকে কেন্দ্র করে তাকে বাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র-চক্রান্ত চালিয়ে আসছিল। তার অংশ হিসেবে সন্ত্রাসীরা আরজান আলী ও তার পরিবারের উপর এই ন্যাক্কারজনক হামলা চালায়। নেতৃবৃন্দ অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিজ্ঞপ্তি