বিশ্বনাথ খাজাঞ্চী ইউপি আ’লীগের সম্পাদককে অব্যাহতি

বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক সভা গত বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দের বিরোধ নিস্পত্তির পর কার্যকরী কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের গঠনতন্ত্র ও সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে খাজাঞ্চী ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আব্দুন নূর কে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আব্দুন নুর ইতিপূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় লোকজন যেথে বাধা প্রদান ও মারধরের অভিযোগে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছিল। সভায় আগামী ১৫ নভেম্বর বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া দশঘর ইউনিয়ন আ’লীগের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন ও পরে ঐ কমিটিকে বাদ দিয়ে আহবায়ক কমিটি গঠনের ব্যাপারে জেলা সাব কমিটি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তকেই মেনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বাবুল আখতারের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন-সহ-সভাপতি বিমল চন্দ্র দাস, জবেদুর রহমান, যুগ্ম-সম্পাদক এ.এইচ.এম. ফিরুজ আলী, ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, আমির আলী, শাহ সেবুল আহমদ, প্রচার সম্পাদক তপন কুমার দাস, সহ-প্রচার সম্পাদক বশির আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ শানুর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সমর কুমার দাস, শিক্ষা বিষয়ক সম্পাদক জয়ন্ত আচার্য্য, ক্রিড়া বিষয়ক সম্পাদক বাবরুছ আলী, শ্রম বিষয়ক সম্পাদক বসারত আলী বাছা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রঞ্জিত কুমার ধর, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মাস্টার ফখরউদ্দিন, সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, শেখ শহিদুল ইসলাম, শেখ নূর, আনোয়ার হোসেন, আবুল কালাম, রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান, সিনিয়র সদস্য মাস্টার খলিলুর রহমান টুনু মিয়া, ছয়ফুল হক, তাজ উদ্দিন খান শিশু, পীর সিরাজুল ইসলাম, ব্যাংকার তাজউদ্দিন আহমদ, আব্দুল মন্নান, সমছু মিয়া, আব্দুল মনাফ, আব্দুর রব, মাহবুবুর রহমান লিলু, শাহ আপ্তাব আলী প্রমূখ।