কানাইঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি করাতকল সীলগালা ॥ ২০ হাজার টাকা জরিমানা

PIC1কানাইঘাট প্রতিনিধি ঃ কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে কানাইঘাটে ৭টি অবৈধ করাত কল সীলগালা ও নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সারী রেঞ্জ ও উপজেলা বিট কর্মকর্তা ও থানা পুলিশের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে করাত কল বিধিমালা ২০১২ এর ৩(১) বিধি অনুযায়ী নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া এ মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি করাত কল সীলগালা এবং সড়কের বাজারে অবস্থিত আজির উদ্দিন ও চতুল ঈদগাহ বাজারে অবস্থিত আম্বিয়ার করাত কলে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন সারী রেঞ্জের কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা বিট কর্মকর্তা আব্দুল খালিক।