কোতোয়ালী থানা জামায়াতের ঈদ পুনর্মিলনী
জামায়াত কর্মীদের ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা কায়েমে কাজ করে যেতে হবে
—————মাওলানা সোহেল আহমদ
সিলেট মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা সোহেল আহমদ বলেছেন, ঈদের আনন্দের পরিপূর্ণতা পেতে হলে ধনী গরীবের বৈষম্য দূর করতে হবে। সমাজের একটা শ্রেণি বিলাসবহুল জীবনযাপন করবে আর অন্যরা আহার জোগাতে হিমশিম খাবে, এটা কোন সমাজ ব্যবস্থা হতে পারে না। কুরআনের শাসন কায়েম ছাড়া সমাজের ধনী গরীবের বৈষম্য দূর করা সম্ভব নয়। তাই জামায়াত কর্মীদের একটি ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমে কাজ করে যেতে হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার কোতয়ালী থানা পশ্চিম জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। থানা আমীর মাওলানা আব্দুল মুকিত এর সভাপতিত্বে সেক্রেটারি আজিজুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এডভোকেট আব্দুর রব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার এসিসটেন্ট সেক্রেটারী শফিকুল আলম মফিক, শুরা সদস্য ইফতেখার আহমদ, রুমান আহমদ, শফিকুর রহমান, আওলাদ হোসেন বাচ্চু, মাহবুব আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি