সিলেটে কর্মরত বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট আব্দুল্লাহ আল নোমানের ওপর ছাত্রলীগের হামলা ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইউকে বাংলা অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের আহবায়ক আনোয়ার শাহজাহান ও সদস্য সচিব মোঃ বদরুল ইসলাম।
বিবৃতিতে তারা বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ হবে এবং দেশ অনিশ্চয়তার দিকে চলে যেতে পারে। তারা সাংবাদিক নির্যাতন বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানানো হয় ।
একইসঙ্গে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সকল পর্যায়ের সাংবাদিকদের স্বাভাবিক নিরাপত্তার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহবান জানান ইউকে বাংলা অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাংবাদিকরা। বিজ্ঞপ্তি