ইউএস-বাংলা এয়ারলাইন্স এর ঢাকা-সিলেট রুটে নতুন ফ্লাইট

S2-AGU-US-Bangla-Airlines-De-Havilland-Canada-DHC-8-400_PlanespottersNet_বেসরকারি বিমান পরিবহন সংস্থা, ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ২৮ অক্টোবর থেকে ঢাকা-সিলেট-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। একপথে সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ৩ হাজার ২০০ টাকা। সপ্তাহে সাতদিন দুপুর ১২টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ও ১টা ৫০ মিনিটে সিলেট থেকে ছেড়ে যাবে উক্ত ফ্লাইটটি।

এই ফ্লাইটটি সংযোজিত হওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সে বর্তমানে ঢাকা-চট্রগ্রাম রুটে ৫টি, ঢাকা-যশোর রুটে ২টি, ঢাকা-কক্সবাজার রুটে ১টি, ঢাকা-সৈয়দপুর রুটে ১টি, ঢাকা-সিলেট রুটে ১টি ফ্লাইট সহ আপ-ডাউন সর্বমোট ২০টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। অভ্যন্তরীণ রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে সর্বাধিক সংখ্যক ফ্লাইট অর্থাৎ সর্বোচ্চ যাত্রী পরিবহন করছে বলে জানায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ। টিকিট বুকিংসহ বিস্তারিত জানা যাবে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর ০১৭৭৭৭৭৭৭৮৮, ০১৭৭৭৭৭৭৮৯৯, ০১৭৭৭৭৭৭৯০০ নম্বরে । বিজ্ঞপ্তি