অচিরেই প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া কাস শুরু হবে

প্রাথমিক শিার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভায় জেলা প্রশাসক শহিদুল ইসলাম

DC Sylhetসিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম বলেছেন, অচিরেই প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া কাস শুরু হবে। বর্তমান সরকার শিা ব্যবস্থার আমুল পরিবর্তন সাধন করছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে শিা ব্যবস্থাকে যুগোপযোগী করে গড়ে তুলতে সরকারের প্রচেষ্টার কমতি নেই এেেত্র শিকরা যদি ছাত্র-ছাত্রীদেরকে সঠিক ভাবে শিা না দেন তাহলে সরকারের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে। কষ্ট করে হলেও শিকদেরকে গুরুত্ব সহকারে পাঠদান করতে হবে। গতকাল ১৫ অক্টোবর বুধবার দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিা অফিস আয়োজিত প্রাথমিক শিার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, জেলা শিা অফিসার হযরত আলী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিা অফিসার মহি উদ্দিন আহমদ, শিকদের মধ্যে বক্তব্য রাখেন আখালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক শিমুল আক্তার, দর্শন দেউরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক আব্দুল মালিক, খাজদবির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এস এম সি সভাপতি এম এ মুগ্নি খোকা, শাহপরান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক ফখরুজ্জামান তরফদার প্রমূখ। পরে মাসিক সমন্বয় সভা অনুষ্টিত হয়।