‘আওয়ামীলীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে’
সুরমা টাইমস রিপোর্টঃ আওয়ামীলীগ ধর্মনিরেপক্ষতার মুখোশ পরে আছে বলে অভিযোগ করেছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, আসলে আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ নয়। তারা ধর্মহীন দল। কিন্তু বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। আজ বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুভ বিজয়া উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পর থেকে এখনও হিন্দুদের বাড়ি-ঘর দখল করছে। তাদের ওপর হামলা করে এর দায় অন্যদের ওপর চাপানোর চেষ্টা করছে। বিএনপি নেতাকর্মীরা সাসম্প্রদায়িক সম্প্রীতির যে ঐক্য তৈরি করেছে তা সারা দেশে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি। এর আগে বিকাল থেকেই সারা দেশের হিন্দু সম্প্রদায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত হন। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ব্রি. (অব.) হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, আইনবিষয়ক সম্পাদক এডভোকেট নিতাই রায়সহ হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।