ভারতে হুদহুদর আঘাতে মৃত ৬ : উদ্বাস্তু ৩ লাখ

hudhudঘূর্ণিঝড় ‘হুদহুদ’র আঘাতে ভারতে এখন পর্যন্ত ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। রোববার স্থানীয় সময় ১১টায় হুদহুদের আঘাতে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এর আগে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ থেকে প্রায় তিন লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়েছে দেশটির সরকার। ঘূর্ণিঝড় হুদহুদ রোববার প্রদেশ দুটিতে আঘাত আনতে পারে আশংকায় উপকূলে বসবাসরত মানুষদের সরানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রথমে হুদহুদ আঘাত হানে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তম বন্দরের পাহাড়ি পার্কে। এসময় তার বেগ ছিল ঘণ্টায় ২০৫ কিলোমিটার। সকাল থেকেই বাতাসের গতিবেগ ১৮০-১৯০ কিলোমিটারের কাছাকাছি ছিল। তার সঙ্গে অবিরাম বৃষ্টি শুরু হয়েছিল। ঝড়ের কারণে আবহাওয়ার রাডারও বিকল হয়ে গেছে বলে জানা যাচ্ছে। তবে ঝড়ের এখন দাপট অনেকটাই কমে গেছে বলে সন্ধ্যায় জানিয়েছে দিল্লির আবহাওয়া দফতর। এদিকে ঝড়ের মোকাবেলার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকার আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে রেখেছিল। সেই মতো অন্ধ্র উপকূলবর্তী তিন জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। জাতীয় দুর্যোগ মোকাবেলা দল, পুলিশ, সামরিক বাহিনী যে কোনো পরিস্থিতি সামলাতে তৈরি রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রাজ্য প্রশাসনকে সব রকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। ঝড়ের খবরে আগে থেকেই বাতিল করা হয়েছে বহু ট্রেন ও বিমান। বিশাখাপত্তমে ঝড়ের প্রভাবে সমুদ্রের গার্ডওয়াল ভেঙে জল বেশ খানিকটা ভেতরে ঢুকে আসে। অর্ধেকের বেশি রাস্তাও ভেঙে গেছে। বহু বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে গেছে। সমুদ্রের পাড়জুড়ে চলছে পুলিশি টহল। বহু মানুষ ঝড় দেখার জন্য সকালে জড়ো হয়েছিলেন সমুদ্রের কাছে। তাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সমুদ্রের জলস্তর প্রায় ১-২ মিটার পর্যন্ত বেড়ে গেছে। দিল্লির মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের কেন্দ্র যখন সমতলের ওপর দিয়ে বয়ে যাবে, তখন তার গতিবেগ ২০০ কিমির কাছাকাছি হতে পারে। এর প্রভাব অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল এবং উড়িষ্যার দক্ষিণ উপকূলবর্তী জেলাগুলো সব থেকে বেশি প্রভাবিত হবে। ঝড় থেমে গেলেও ভারি থেকে অতিভারি বৃষ্টি চলবে। এছাড়াও মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের পূর্ব দিকের জেলাগুলোতেও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিস্তারিত…» ভারতে হুদহুদর আঘাতে মৃত ৬ : উদ্বাস্তু ৩ লাখ