মালালাকে নাগরিকত্ব দেবে কানাডা
সুরমা টাইমস ডেস্কঃ শান্তিতে নোবেল বিজয়ী পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনকারী ও মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাইকে সম্মানজনক নাগরিকত্ব দেয়ার প্রস্তাব দিয়েছে কানাডা সরকার। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান মালালার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য-বিবৃতি দিচ্ছেন।
তবে কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার একধাপ এগিয়ে মালালাকে নাগরিকত্ব দেয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী ২২ অক্টোবর মালালা অটোয়া সফর করবেন এবং সে সময় তাকে সম্মানজনক নাগরিকত্ব দেয়া হবে।
মালালা হবেন ৬ষ্ঠ ব্যক্তি যাকে কানাডার সম্মানজনক নাগরিকত্ব দেয়া হচ্ছে। এর আগে মাত্র ৫ ব্যক্তিকে কানাডার পক্ষ থেকে এ সম্মাননা দেয়া হয়েছে। শুক্রবার মালালাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার জন্য নাম ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নেতারা মালালাকে সম্মান জানাচ্ছেন। এদিকে জাতিসংঘ মহাসচিব বান কি মুন মালালাকে ‘জাতিসংঘ কন্যা’ উপাধিতে আখ্যায়িত করেছেন।