মোদির বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ কংগ্রেসের

modiসুরমা টাইমস ইন্টারন্যাশনালঃ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি তার বৈবাহিক জীবন নিয়ে হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন বলে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ করেছে ক্ষমতাসীন কংগ্রেস। শুক্রবার ইসিতে কংগ্রেস অভিযোগ করেছে, মোদি হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে আইন ভেঙেছেন।
কংগ্রেস নেতা কপিল সাবিল বলেন, ‘আমরা ইসিতে অভিযোগ করেছি যে, লোকসভা ভোটে গুজরাটের ভদোদোরা আসনে অংশ নিতে মোদি যে হলফনামা দিয়েছেন সেখানে তিনি নিজেকে বিবাহিত উল্লেখ করেছেন। এর আগের কোনো হলফনামায় তিনি নিজেকে বিবাহিত উল্লেখ করেননি। সুতরাং আগের দেয়া তথ্যগুলো মিথ্যা ছিল।’
উল্লেখ্য এ প্রথম মোদি হলফনামায় নিজেকে বিবাহিত উল্লেখ করেছেন। যশোদাবেন নামে এক নারীকে নিজের স্ত্রী হিসেবে উল্লেখ করেছেন তিনি। অথচ এর আগে দেয়া সবগুলো হলফনামায় মোদি নিজেকে অবিবাহিত উল্লেখ করেছেন।
কপিল সাবিল বলেন, ‘আগের সবগুলো হলফনামায় মোদি যে মিথ্যাচার করেছেন তা প্রমাণিত। কাজেই আমরা আবেদন করেছি, বিষয়টি তদন্ত করতে। কারণ এটি শুধু মোদির ব্যক্তিগত বিষয় নয় এটি একটি জাতীয় ইস্যু।’