মোদি সুনামিতে ধুয়ে যাবে কংগ্রেস

modiসুরমা টাইমস ইন্টারন্যাশনালঃ বিহারে বিপুল জনসমাবেশে গতকাল বৃহস্পতিবারই নির্বাচনী প্রচার সেরেছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। মানুষের ভিড়ে মিশে মোদির আত্মবিশ্বাস, “সারা দেশে সুনামির মতো ঢেউ উঠেছে। এই ঢেউ ধুয়ে দেবে কংগ্রেসকে।”
সেই সঙ্গে অটল বিহারী বাজপায়ী সম্পর্কে মোদি বলেন, “অটল বিহারী বাজপায়ীর স্বপ্ন ছিল ভারত ও নেপালের নদীগুলোকে একসঙ্গে যুক্ত করার। আমরা ক্ষমতায় এসে সেই স্বপ্পপূরণ করতে চাই।”
তবে মোদির এই বক্তব্যকে অস্বীকার করেছেন কংগ্রেস। গতকাল গুয়াহাটিতে সস্ত্রীক ভোট দিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘মোদি ঢেউ সংবাদমাধ্যমের তৈরি। বাস্তবে তেমন কিছু নেই।কংগ্রেস মোটেই জমি হারায়নি। ১৬ মে পর্যন্ত অপেক্ষা করলেই ছবিটা পরিস্কার হয়ে যাবে।’
বৃহস্পতিবার দেশের ষষ্ঠ দফার নির্বাচনে বিহারে ব্যাপকভাবে ভোটদান করতে দেখা যায় মহিলা ও অল্পবয়সী ভোটারদের। ভোটারদের মধ্যে মোদি সমর্থন করার প্রবণতাও লক্ষ্য করা গেছে। ১৫ এপ্রিল প্রকাশিত এক্সিট পোলেও দেখা যাচ্ছে এগিয়ে রয়েছে বিজেপিই। ১৬ মে জানা যাবে চূড়ান্ত ফলাফল।