কসাইয়ের দোকানে নিয়ে ধর্ষকের লিঙ্গ কর্তন!
সুরমা টাইমস ডেস্কঃ ধর্ষণ চেষ্টার অভিযোগে এক লম্পটকে হাতেনাতে ধরে জনসমক্ষে তার ‘বিচার’ করা হল। শাস্তি হিসাবে কসাইয়ের দোকানে নিয়ে গিয়ে তার লিঙ্গ কেটে দেওয়া হল। শুক্রবার দুপুরে নির্জনতার সুযোগে একটি মেয়েকে গলির মধ্যে টেনে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করার চেষ্টা করে অভিযুক্ত সুরেশ কুমার (৪০)। কিন্তু ভাগ্য বোধহয় সুপ্রসন্ন ছিল না তার। মেয়েটির চিত্কার শুনে আশপাশের বাড়ি থেকে লোকজন বেরিয়ে আসেন। হাতেনাতে ধরে ফেলেন সুরেশকে। শুরু হয় বেদম মার। ঘণ্টাখানেক ধরে লাঠি দিয়ে মারতে মারতে তাকে ধরে পাশের মাংস কাটার দোকানে নিয়ে যাওয়া হয়। সেখানেই মাংস কাটার ছুরি দিয়ে যৌনাঙ্গ কেটে দেওয়া হয় তার। এমনকি সুরেশের অণ্ডকোষও রাস্তার উপর পড়ে যায়। বারবার সাহায্যের জন্য চিত্কার করেও কোনও ফল হয় না। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে।
কিন্তু কারা এমন কাণ্ড ঘটালেন, বারবার জিজ্ঞাসা করেও কেনও উত্তর পায়নি পুলিশ। তাদের বক্তব্য ছিল, ভুল কি ঠিক সেটা বিচার করার দায়িত্ব আদালতের। এ ভাবে আইন তুলে নেওয়াটা কোনও সমস্যার সমাধান নয়। তবে ক্ষুব্ধ জনতা এ কাজে লজ্জা বা ভয়কে দূরেই সরিয়ে রেখেছিলেন। আমির ধাওয়ান নামে এক প্রত্যক্ষদর্শীর গলাও এমনই সুর শোনা গেল। তিনি বলেছেন, ‘সম্প্রতি দেশ জুড়ে মহিলাদের উপর নানা রকম অত্যাচেরের ঘটনা ঘটছে। শুধু ধর্ষণই নয়, তার পর খুনও কার হচ্ছে তাদের। এ বার সময় এসেছে এ সব বন্ধ করার। এ ঘটনার পর ধর্ষকদের কাছে খুব কড়া বার্তা যাবে। এমন কাজ করলে শাস্তি পেতে হবে, এটা বুঝিয়ে দেওয়া দরকার তাদের।