রক্তের পিচ্ছিল পথে হাঁটতে চায় আ.লীগ
সুরমা টাইমস ডেস্কঃ রক্তের পিচ্ছিল পথে হাঁটতে চায় আওয়ামী লীগ। আর সে কারণেই সরকারের নির্দেশেই সন্ত্রাসীরা মীরেরসরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আদিল মাহমুদকে হত্যা করেছে- এমনটাই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, ‘সরকারি নির্দেশেই সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বর্তমান ক্ষমতাসীন অবৈধ সরকার শুরু থেকেই বিরোধীদলীয় নেতাকর্মীদের গুম, হত্যা, নির্য়াতন চালিয়েই যাচ্ছে। বিরোধীদলের অসংখ্য নেতাকর্মীকে অদৃশ্য করে দেয়ার পাশাপাশি হত্যা এবং গুপ্তহত্যা চালিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ‘এই ঘৃণ্যপন্থা অবলম্বন করার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে বিরোধীদলীয় নেতাকর্মীদের মনে ভীতির সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকা। কিন্তু আওয়ামী লীগ কখনোই ইতিহাস থেকে শিক্ষাগ্রহণ করে না। সেজন্য হত্যা এবং রক্তারক্তির পিচ্ছিল পথে তারা হেঁটে যেতে চায় এবং এটিকেই তাদের টিকে থাকার একমাত্র আশ্রয় মনে করে। এরা জনগণের ম্যান্ডেট নেয়নি বলে জনগণের কাছে জবাবদিহি করতে যে তারা বাধ্য এটা তারা মনে করে না।’
মির্জা ফখরুল বলেন, ‘প্রতিদিন যে তাদের ঋণের বোঝা বাড়ছে- এটি তারা বুঝতে পারছে না। জনগণের কাছে তাদের প্রতিটি ঋণ সুদে-আসলে পরিশোধ করতে হবে সেটা সময় এলেই তারা হাড়ে হাড়ে টের পাবে।’
মির্জা আলমগীর অবিলম্বে আদিলের খুনীদের চিহ্নিত পূর্বক গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।