মানবাধিকার তথ্য ও পর্যবেক্ষন সোসাইটির নাম ভাঙ্গিয়ে বিভ্রান্তি সৃষ্টি
‘মানবাধিকার তথ্য, পর্যবেক্ষন সোসাইটি’র মহাসচিব খন্দকার একরামুল হক বীর মুক্তিযোদ্ধা স্বাক্ষরিত এক বিবৃতিতে জানান, সংগঠনের নাম ব্যাবহার করে কিছু সংখ্যক ব্যক্তি অনুমতি বহির্ভূত কার্যক্রম তথা মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সিলেট বিভাগে বিভিন্ন জেলায় কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিবুর রহমান তাফাদারকে গত ৩০শে সেপ্টেম্বর দায়িত্ব প্রদান করা হয়েছে। ইতোমধ্যে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা কমিটি গঠন করা হয়েছে। এবং তা চুড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটিতে প্রেরন করা হয়েছে। সিলেট জেলায় বর্তমানে কোন বৈধ কমিটি নেই।
বর্তমানে লক্ষ্য করা যাইতেছে যে, মানবাধিকার তথ্য পর্যবেক্ষন সোসাইটির ব্যানারে কিছু লোক অনুমতি বহির্ভূত কার্যক্রম তথা মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় মহাসচিব খন্দকার একরামুল হক সিলেটে কোন ধরনের বনভোজন কিংবা কোন সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের ব্যাপারে অবগত নন। কতিপয় অসাধু ব্যাক্তিবর্গের এই সমস্ত ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে। এবং বেআইনি ভাবে সংগঠনের নাম ব্যাবহার করে কোন ধরনের অবৈধ ফায়দা হাসিল করার চেষ্টা করা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। বিজ্ঞপ্তি