যুক্তরাষ্ট্রে দেওয়া বক্তব্যের ফল পেলেন মেক্সিকোয়!

Latif Siddikiসুরমা টাইমস রিপোর্টঃ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া যুক্তরাষ্ট্রের দেওয়া বক্তব্যের ফল মেক্সিকোয় গিয়ে পেলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী। ‘গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ নামক অ্যাওয়ার্ডটি নিজে গিয়ে নিতে চাইলেও অ্যাওয়ার্ডটি গ্রহণ করলেন সঙ্গে থাকা প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে সমাজের অগ্রগতিতে অনন্য অবদানের জন্য ‘পাবলিক সেক্টর এক্সিলেন্স’ ক্যাটাগরিতে এ ‘গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশ।
অ্যাওয়ার্ড নিতেই লতিফ সিদ্দিকী মেক্সিকোয় গিয়েছিলেন। তবে এরই মধ্যে ঘটে গেছে অনেক কিছু। নিউইয়র্কে টাঙ্গাইল সমিতির অনুষ্ঠানে বিতর্কিত বক্তব্য দিয়েছেন। যার জের ধরে তার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভা থেকে। আর তাই মেক্সিকো পৌঁছেও ওই অ্যাওয়ার্ড নিজে থেকে নিতে পারলেন না লতিফ সিদ্দিকী। বিকল্প হিসেবে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মঞ্চে উঠলেন, অ্যাওয়ার্ড নিলেন, বক্তব্য দিলেন।