এক ঘন্টা যাত্রাবিরতি শেষে সিলেট ত্যাগ করলেন প্রধানমন্ত্রী
সুরমা টাইমস রিপোর্টঃ লন্ডন থেকে ঢাকার পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘন্টা যাত্রা বিরতি করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৯টায় প্রধানমন্ত্রী সিলেট ওসমানী বিমান বন্দরে এসে পৌঁছান। পরে ১ ঘন্টা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্বাক্ষাত করেছেন- সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রসাশক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিসিক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সংসদ সদস্য কেয়া চৌধুরী ও অ্যাডভোকেট সামছুনাহার রাব্বানী শাহানা।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তাঁর ১০ দিনের সফর শেষে আজ বৃহস্পতিবার দেশে ফিরলেন।