শ্রীমঙ্গলে বিভিন্ন পূজা মন্ডপে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের পক্ষ থেকে আর্থিক সহায়তা
মধু চৌবে,শ্রীমঙ্গল থেকেঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগান এলাকার ৬৭টি পূজা মান্ডপে আর্থিক সহায়তা করেছে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট। গতকাল বিকেলে শ্রীমঙ্গল জগন্নাথ জিউর আখড়ায় এ অর্থ বিতরণ অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যান ট্রাস্টের মৌলভীবাজার ও হবিগঞ্জের দ্বায়িত্ব প্রাপ্ত ট্রাস্টি রাখাল চন্দ্র ঘোষ। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ সাইদুল হক ও জহর তরফদার প্রমুখ। এ সময় ট্রাস্টি রাখাল চন্দ্র ঘোষ জানান প্রধান মন্ত্রীর নির্দেশে আর্থিক ভাবে দূর্বল এলাকায় পূজা উদযাপন পরিষদের মাধ্যমে এ অনুদান প্রদান করছেন।

