মধু চৌবে,শ্রীমঙ্গল থেকেঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক প্রবাসীর বাসাতে গভীর রাতে ডাকাতির ব্যর্থ চেষ্টা করেছে এক দল ডাকাত। পরিবারের সদস্যরা ডাকাতির ঘটনা আচ করতে পেরে এবং তাদের সাহসিকতায় সেই চেষ্ঠা ব্যর্থ হয়। এ ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ ভাড়াউড়া রোড এলাকার প্রবাসী আব্দুস সালামের বাসায়। পরিবারের সদস্যরা জানান,মঙ্গলবার গভীর রাতে তাদের নির্মানাধীন বাসায় দ্বিতীয় তলার ছাদের উপর দিয়ে ডাকাতরা ঘরে প্রবেশ করতে মুল দরজা ভাঙ্গার চেষ্ঠা করে। এসময় পরিবারের সদস্যরা ডাকাতির ঘটনা আচ করতে পেরে মোবাইল ফোনে শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দেয় এবং প্রতিবেশীদের জানায়। প্রতিবেশীরা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই ডাকাতরা পালিয়ে যায়। এর কিছুণ পর পুলিশ ঘটনাস্থলের পাশে সড়কে হাজির হলেও ওই বাসায় যায়নি। এমনকি এরিপোট লেখা পর্যন্ত এঘটনার কোন খুজখবর নেয়নি। এব্যাপারে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, যেহেতু ডাকাতি ঘটেনি তাই বাসায় যায়নি পুলিশ। আর পুলিশে যাওয়ার সময় কই বলে ব্যস্ততা দেখিয়ে লাইন কেটে দেন। আব্দুস সালাম জানান,ঈদ উপলে তার লন্ডন প্রবাসী ছেলে বাড়ীতে এসেছে পরিবারের সাথে ইদ করতে।