ইতালীতে পাকিস্থানী অভিবাসীকে হত্যার প্রতিবাদ ও সুষ্ঠ বিচারের দাবি
ইতালি প্রতিনধি: ইতালীর রোমে বাংলাদেশী অদ্ধুশিত এলাকা তরপিনাত্তারায় এক পাকিস্থানী অভিবাসীকে নির্মম ভাবে হত্যার প্রতিবাদ ও সুষ্ঠ বিচারের দাবিতে বিদেশীরা বিক্ষোভ সমাবেশ করেছে।
গতকাল ২৮ সেপ্টেম্বর বিকালে তরপিনাত্তা’র পিয়াচ্ছা মারানেল্লা’য় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি সাজ্জাদ নামের এক পাকিস্তানী নাগরিককে প্রায় রাত ১২টায় কতিপয় উছৃঙ্খল ইতালীয়ান হত্যা করে, যার তেমন কোন প্রতিক্রিয়া লক্ষ করা যাচ্ছেনা। তাই সুষ্ঠ তদন্তের মাধ্যমে অবিলম্বে খুনিদের উপযুক্ত শাস্তির দাবী করেন বিদেশীরা।
এসময় সমাবেশে পাকিস্তানী অভিবাসী সহ বাংলাদেশী, ইন্ডিয়ান, ইতালীয়ানসহ বিভিন্ন দেশের মানুষ অংশ গ্রহন করেন।
ইতালীতে নিরাপত্তা আরো জোড়দার করার কথা উল্লেখ করে বক্তারা আরো বলেন, গত কয়েক মাস আগে আরিচ্ছো, পরে সিসিলী এবং গত কিছু দিন পুর্বে পাকিস্তানী নাগরিককে নির্মমভাবে এই রকমের হত্যাকান্ড প্রবাসীরা আশা করেন না। এসব হত্যা কান্ডের সুষ্ঠ তদন্ত করে অচেরেই যেন অপরাধীদের বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হয়। আর যদি এ ভাবেই চলতে থাকে তা হলে বিশ্ববাসীর কাছে ইতালীর ভাবমূতি নষ্ট হবে।