নগরীর তালতলা থেকে ৬ লাখ টাকা ছিনতাই
সুরমা টাইমস রিপোর্টঃ নগরীর তালতলাস্থ হোটেল বিলাসের সামন থেকে কামাল কান্তি দে (৪৫) নামক এক ব্যক্তির ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। কামাল কান্তি দে নগরীর শাহপরানস্থ বাহুবল আবাসিক এলাকার ৬ নং বাসার রবীন্দ্র কান্তি দে’র ছেলে। মঙ্গলবার বেলা ১টার দিকে ঘটনাটি ঘটে।
জানা যায়- কামাল কান্তি দে নগরীর শেখঘাটস্থ পূবালী ব্যাংক শাখা থেকে ৬ লাখ টাকা তুলে বাসায় ফিরছিলেন। তিনি তালতলাস্থ হোটেল বিলাসের সামনে আসামাত্র ৫টি মোটরসাইকেলে ৮-১০ জনন ছিনতাইকারী কামালের গতিরোধ করে তার হাতে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আহত কামাল কান্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কথা বলতে সিলেট কোতোয়ালি থানাধীন লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই সিরাজুল ইসলামকে ফোন দিলে তিনি ‘ব্যস্ত আছেন’ বলে ফোন রেখে দেন।