জকিগঞ্জে ১০১ টি পূজামন্ডপ প্রস্থুত

জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের শতহাতের দুর্গামুর্তিসহ উপজেলার ১০১টি পূজা মন্ডপে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূজার সকল প্রস্থুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে প্রতিটি মন্ডপে সর্বোচ্চ নিরাপত্তার লে বিপুল পরিমান আনসার ও পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে। পুলিশ ও আনসার সদ্যস্যর পাশাপাশি রয়েছে প্রতিটি মন্ডপে নিজস্ব সেচ্চাসেবক টিম। বারহাল ইউনিয়নে ৬টি, বীরশ্রী ইউনিয়নে ১৮টি, কাজলসার ইউনিয়নে ১১টি, খলাছড়া ইউনিয়নে ১৩টি, জকিগঞ্জ ইউনিয়নে ৪টি, সুলতানপুর ইউনিয়নে ১০টি, বারঠাকুরী ইউনিয়নে ১৪টি, কসকনকপুর ইউনিয়নে ৬টি, মানিকপুর ইউনিয়নে ১৬টি ও জকিগঞ্জ পৌরসভায় ৩টি পূজা মন্ডপে বিভিন্ন রংবেরং দিয়ে সাজিয়ে প্রস্থুত রাখা হয়েছে পূজারীদর জন্য। আজ মঙ্গলবার ষষ্ঠী পূজার মাধ্যমে সনাতন ধর্মালম্বীরা দূর্গা পূজার সূচনা করবেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলমনি রায় ও সঞ্জয় চন্দ্র নাথ জকিগঞ্জ উপজেলাবাসীকে সার্বজনীন দূর্গোৎসব ও ঈদ শুভেচ্ছা জানিয়ে বলেন, সুষ্টভাবে সার্বজনীন দূর্গোৎসব পালন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।