দক্ষিণ সুরমার প্রবীণ শিক্ষক সংবর্ধিত
দক্ষিণ সুরমার প্রবীণ শিক্ষক লোকেশ চন্দ্র সরকারকে সম্মাননা জানিয়েছেন প্রাক্তন শিার্থীরা। গতকাল শনিবার জহির তাহির মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ সালের এসএসসি পরীার্থীরা এর আয়োজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তমাল কান্তি দে’র সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক অরবিন্দ ভট্টাচার্য্য পরিচালনায় অনুষ্ঠানে প্রধান শিক্ষক তমাল কান্তি দে বলেন- আজ যেসব শিক্ষার্থী তাদের প্রাক্তন শিক্ষককে সম্মাননা প্রদান করেছে তা এই বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য মাইলফলক হয়ে থাকবে। এর মাধ্যমে আগামীতেও শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের সাথে দাঁড়ানোর অনুপ্রেরণা পাবে।
প্রবীণ শিক্ষক লোকেশ চন্দ্র সরকার বলেন, আজ আমার সারা জীবনের শিক্ষকতার স্বাদ পূর্ণ হয়েছে। বর্তমানে সমাজে যেখানে শিক্ষকদের খুব একটা মূল্য নেই সে খানে আমার প্রাক্তন শিক্ষার্থীরা যে সম্মান দেখিয়েছে তার তুলনা হয়না। সারা জীবন ছাত্রদের সমাজের উপকার করার মানুষকে সম্মান করার শিক্ষা দিয়েছি । কোন কাজে অবহেলা করিনি। এর স্বীকৃতি আজ পেলাম। সকল ছাত্রছাত্রীর উজ্বল ভবিষ্যত কামনা করেন তিনি।
অনুষ্ঠান শেষে প্রাক্তন শিক্ষার্থীরা ৭৯ বছর বয়সী শিক্ষক লোকেশ চন্দ্র সরকারকে সম্মাননা হিসেবে অর্থ প্রদান করেন।
অনুষ্টানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, স্কুলের সিনিয়র শিক আছাদ খান, মো. ফজলুল হক, মো. কাজিম উদ্দিন, শিপ্রা রানী রায়, কল্যাণ কুমার ভট্টাচার্য্য, মো. আব্দুল কাইয়ূম, বিধান রঞ্জন ধর, শিক মোশারফ হোসেন, দীপা দে, কামরুন্নাহার শাপলা, স্বপ্না রানী পাল, ডালিয়া শাহানা, তপন কুমার প্রমুখ
১৯৯৬ সালে এসএসসি উর্ত্তীণ শিক্ষার্থীদের মাঝে উপস্থিত ছিলেন, রাহেলা, বিউটি, ঝর্না, সুমা, রাবেয়া, মালা, সুমন, মনোয়ার, জাহাঙ্গীর, ফয়ছল, বাদশা, সালাম, শাহীন, সুয়েব, বাদশা, সোহেল, মাবছু, রিমন, খলিল, সেলিম, পিযুষ, জুবায়ের, আশিক। বিজ্ঞপ্তি