‘সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এসপিএসএস শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত’

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্যবসা প্রশাসন বিভাগের উদ্যেগে গত কাল দিন ব্যাপি ‘Technique of data analysis for business research by SPSS শীর্ষক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয় । ওয়ার্কসপটি উদ্ভোধন করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.সুশান্ত কুমার দাস। তিনি তার বক্তব্যে বলেন,‘ব্যবসা প্রশাসন বিভাগের নিয়মিত দেশ -বিদেশের বিশিষ্ট গবেশকদের নিয়ে এ ধরনের ওয়ার্কসপের আয়োজন করতে পারায় তিনি ব্যবসা প্রশাসন বিভাগের শিকদের ও বিশেষভাবে বিভাগীয় প্রধানকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন‘ আমি সব সময় ব্যবসা প্রশাসন বিভাগকে নিয়ে গর্ববোধ করি।তিনি গবেষনার প্রতি গুরুত্বআরোপ করে বলেন,গবেষণা ও পবেষকদের প্রতি আমার সহযোগীতা আরও বাড়বে। বিশেষ অথিতির বক্তব্যে ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল লতিফ ভাইস চ্যান্সেলরকে ধন্যবাদ দিয়ে বলেন,এ ধরণের ওয়ার্কসপে তার আগ্রহ ও সহযোগীতার জন্যই শিকদের গবেষনা কর্ম দেশ-বিদেশের নামী-দামী জার্নালে নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে।তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানান ভারতের ত্রিপুরা ইউনির্ভাসিটির সম্মানিত শিক ও গবেষক ড.ইন্দ্রনীল ভৌমিককে এ ধরনের সহযোগীতার জন্য এবং উনার কাছ থেকে আরও সহযোগীতা প্রত্যাশা করেন। ওয়ার্কসপে শিকদের মধ্যে উপস্থিত ছিলেন,কামরুল হাসান,রেজাউল কবীর,শাহিদা খানম,বিলকিস আকতার,খান মোঃমহিউদ্দিন,আয়শা ইয়াছমিন,তৌহিদা ইয়াছমিন,প্রণব কুমার শাহা,জুবায়ের আহমদ এ ছাড়া অন্যান্য বিভাগের আরও শিক-শিকিাবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন,এনামুল ইসলাম,খালেদুর রহমান,জামাল আহমদ প্রমুখ।