সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্যবসা প্রশাসন বিভাগের উদ্যেগে গত কাল দিন ব্যাপি ‘Technique of data analysis for business research by SPSS শীর্ষক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয় । ওয়ার্কসপটি উদ্ভোধন করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.সুশান্ত কুমার দাস। তিনি তার বক্তব্যে বলেন,‘ব্যবসা প্রশাসন বিভাগের নিয়মিত দেশ -বিদেশের বিশিষ্ট গবেশকদের নিয়ে এ ধরনের ওয়ার্কসপের আয়োজন করতে পারায় তিনি ব্যবসা প্রশাসন বিভাগের শিকদের ও বিশেষভাবে বিভাগীয় প্রধানকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন‘ আমি সব সময় ব্যবসা প্রশাসন বিভাগকে নিয়ে গর্ববোধ করি।তিনি গবেষনার প্রতি গুরুত্বআরোপ করে বলেন,গবেষণা ও পবেষকদের প্রতি আমার সহযোগীতা আরও বাড়বে। বিশেষ অথিতির বক্তব্যে ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল লতিফ ভাইস চ্যান্সেলরকে ধন্যবাদ দিয়ে বলেন,এ ধরণের ওয়ার্কসপে তার আগ্রহ ও সহযোগীতার জন্যই শিকদের গবেষনা কর্ম দেশ-বিদেশের নামী-দামী জার্নালে নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে।তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানান ভারতের ত্রিপুরা ইউনির্ভাসিটির সম্মানিত শিক ও গবেষক ড.ইন্দ্রনীল ভৌমিককে এ ধরনের সহযোগীতার জন্য এবং উনার কাছ থেকে আরও সহযোগীতা প্রত্যাশা করেন। ওয়ার্কসপে শিকদের মধ্যে উপস্থিত ছিলেন,কামরুল হাসান,রেজাউল কবীর,শাহিদা খানম,বিলকিস আকতার,খান মোঃমহিউদ্দিন,আয়শা ইয়াছমিন,তৌহিদা ইয়াছমিন,প্রণব কুমার শাহা,জুবায়ের আহমদ এ ছাড়া অন্যান্য বিভাগের আরও শিক-শিকিাবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন,এনামুল ইসলাম,খালেদুর রহমান,জামাল আহমদ প্রমুখ।