ছায়ামন্ত্রীর পদ থেকে রুশনারার পদত্যাগ

Rushnara Aliসুরমা টাইম রিপোর্টঃ ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) ওপর চলমান বিমান হামলায় যুক্তরাজ্যের যোগ দেয়ার পক্ষে দলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ছায়া প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী।
যুক্তরাষ্ট্র ও তার কয়েক মিত্র দেশের সঙ্গে যোগ দিয়ে ইরাকে আইএসের ওপর হামলা চালানো হবে কি না তা নিয়ে শনিবার যুক্তরাজ্যের পার্লামেন্টে ভোট হয়। প্রস্তাবের পক্ষে ৫২৪ ও বিপক্ষে মাত্র ২৩টি ভোট পড়ে।
ক্ষমতাসীন কনজারভেটিভস ও লিব ডেমের পাশাপাশি বিরোধী দল লেবার পার্টিও ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। লেবার পার্টির সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাবের পক্ষে ভোট দেয়া থেকে বিরত থাকতে ছায়া শিক্ষামন্ত্রীর পদ ছাড়েন রুশনারা আলী। লেবার পার্টির প্রার্থী হিসেবে ২০১০ সালে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে প্রথম বাঙালি হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে যান রুশনারা।