ছাতক গ্যাস অফিসে ডাকাতি : দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট, আটক এক
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতক গ্যাস অফিসের আবাসিক কোয়ার্টারে বৃহস্পতিবার গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাসার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে লোকজনকে বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকারসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। পালিয়ে যাবার সময় স্থানীয় লোকজন এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছাতকস্থ জালালাবাদ গ্যাস অফিসের কর্মচারী জাকির হোসেনের আবাসিক কোয়ার্টারের বাসায় ১০-১২জন সশস্ত্র ডাকাত তালাভেঙ্গে ঘরে প্রবশ করে অস্ত্রের মুখে লোকজনকে জিম্মি করে নগদ ১০হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকারসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। পালিয়ে যাবার সময় বাশখালা গ্রামের ফজর আলীর পুত্র লেচু মিয়া (৩০) নামের এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে থানায় ৭-৮টি ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।