জৈন্তাপুরে ১ লাখ ৮ হাজার টাকার জাল নোটসহ আটক ৩
জৈন্তা প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুরে ১ লাখ ৮ হাজার টাকার জাল নোটসহ তিনযুবককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদের নেতৃত্বে একদল পুলিশ জৈন্তাপুর বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
জৈন্তাপুর থানার ওসি হারুনুর রশীদ জানান- জাল টাকার ব্যাপারে আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের কাছ থেকে জাল নোটের উৎস ও ওই সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের সনাক্তের চেষ্টা করা হবে।
আটককৃতরা হলেন – জৈন্তাপুর উপজেলার রনিফৌদ গ্রামের মৃত মহিন্দ্র চন্দ্রের ছেলে শিথিল চন্দ্র, বাউরভাগ গ্রামের আবদুল হান্নানের ছেলে শামসুল ইসলাম ও আলুবাগান মোকামবাড়ির রথিন্দ্র নমঃ এর ছেলে বানেশ নমঃ।