সুনামগঞ্জে পানির নিচে তলিয়ে গেছে ১২টি গ্রাম
সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলায় ১২টি গ্রামের আমন ক্ষেত এখন পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে সুরমা ইউনিয়নের বরকত নগর ও গোজাউরা গ্রামের প্রায় ১হাজার কৃষকের আমন ধান পানির নিচে, ২টি গ্রামের কৃষকরা দায়ী করেছেন স্থানীয় আওয়ামীলীগের নেতাদের, মাস খানেক আগে গোজাউরা গ্রামের মনাই মিয়ার বাড়ির দক্ষিণের ডুম খালি নদীর বেড়ি বাধ ভেঙ্গে যায়। তখন বাধটি মেরামতে কাহারো সহযোগিতা পাওয়া যায়নি। পরে কৃষকরা তাদের নিজেদের টাকা দিয়ে বাধটি মেরামত করেন। দু’তিনদিন পর পুনরায় পাহাড়ী ঢলে বাধটি বেঙে যায়। তখন কৃষকরা মিলিত হয়ে আবার ও ইউনিয়ন ও উপজেলা পরিষদে যান কিন্তুকে শুনে তাদের কথা। আজ বাঙ্গা দিয়ে পানি হাওড়ে ঢুকে গিলে নিচ্ছে কৃষকের স্বপ্নের ফসল। এ ব্যাপারে এম পি মহদয়ের কাছে আমরা বরকত নগর ও গোজাউড়া গ্রামের সাধারন মানুষের দাবী যাদের অবহেলায় আমাদের এত বড় ক্ষতি হল, তাদেরকে সাথে নিয়ে পরির্দশনে এসে কৃষকদের পাশে দাড়ান। আমরা আপনার আসার প্রতিক্ষায় রইলাম।
বার্তা প্রেরক
এলাকা বাসীর পক্ষে
মোহাম্মদ আফজাল হোসেন
আজীবন দাতা সদস্য ও সহ-সভাপতি
মেনিজিং কমিটি বরকতনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
০১৭২৩৮৫১৭৪৩