বাংলা দপো স্কুলা পালেরমোর শিক্ষক ও অভিবাবক বৃন্দের মত বিনিময় সভা
২১ শে সেপ্টেম্বর রোজ সোমবার বাংলা দপো স্কুলা পালেরমোর প্রধান শিক্ষক তৈয়বুর রহমান এর পরিচালনায় ও স্কুল কমিটির সভাপতি মিয়া সালাউদ্দিন এর সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় স্কুল এর প্রতিটি শিক্ষাথীর অভিবাবক উপস্থিত ছিলেন। ইতালিতে বাংলাদেশীদের সংখ্যা গরিষ্ট শহর পালেরমতে নব প্রজন্মকে মাতৃ ভাষা বাংলার চেতনায় উজ্জীবিত করার লক্ষে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা করা ছিল বহু দিনের দাবি । এরই লক্ষে ৬ মাস পূর্বে পালেরমোর বাংলাদেশী কমিনিটির বিশিষ্ট জনের উদ্যোগে একটি বাংলা স্কুল প্রতিষ্টিত হয়। উক্ত স্কুল এর ষান্মাষিক পূর্তি উপলক্ষে স্কুল মিলনায়তনে শিক্ষক ও অভিবাবক বৃন্দের এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়। উপস্থিত সভায় প্রত্যেক অভিবাবকই স্কুল এর শিক্ষার মানের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করে বলেন তারা তাদের সন্তানদের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্কুল এ পাঠাচ্ছেন তা পূর্ণ হচ্ছে ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক শিক্ষা দানে দিন দিন স্কুলের শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে এছাড়াও তারা স্কুল এর শিক্ষার মান আরো প্রসারিত করার লক্ষে বাংলা ও ইংরেজি শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষাও পাঠ্য সূচির অন্তর্গত করার পরামর্শ দেন। পরিশেষে সভাপতি তার বক্তব্যে উপস্তিত সকল অভিবাবক ও শিক্ষক বৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন পাশাপাশি তিনি স্কুল এর উন্নতির লক্ষে শিক্ষক ও অভিবাবক এর কাছে আরো আন্তরিক সহযোগিতার কামনা করেন, এবং অভিবাবকদের পরামর্শ অনুযায়ী আগামী মাস থেকেই শিক্ষার্থীদের অভিজ্ঞ আরবি শিক্ষক দ্বারা স্কুলে আরবি শিক্ষা প্রদান বেবস্থা করা হবে বলে জানান। উক্ত সভায় শিক্ষক বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের সহ প্রধান শিক্ষিকা নাছিমা খানম, গুলসান আর , ফারজানা, শিউলী, রিফাত প্রমুখ। বিজ্ঞপ্তি