বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় ৭ বছরের কারাদণ্ড
সুরমা টাইমস রিপোর্টঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে গান রচনা করায় এক যুবককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তন্ময় মল্লিক নামের ওই যুবকের বাড়ি খুলনার দাকোপ থানায়। ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম সামসুল ইসলাম বুধবার এ রায় ঘোষণা করেন। সাত বছর কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
মামলা সূত্রে জানা যায় তন্ময় মল্লিক প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে গান রচনা করে তা মেমোরি কার্ডের মাধ্যমে প্রচার করেন। এই ঘটনায় দাকোপ থানার এসআই জয়নাল আবেদিন বাদি হয়ে তথ্য-প্রযুক্তি আইনে একটি মামলা করেন। ১৯শে মে ২০১৪ তারিখে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাইবার ট্রাইব্যুনাল। এ মামলায় বিভিন্ন সময়ে ট্রাইব্যুনালে ১০ জন স্বাক্ষী দেন।