ব্রিটেনে অবৈধ ইমিগ্রেন্টদের বাড়ী ভাড়া দিলে ৩ হাজার পাউন্ড জরিমানা

house rentএহসানুল ইসলাম চৌধুরী শামীম, লন্ডনঃ ব্রিটেনে অবৈধ ইমিগ্রেন্টদের দু সংবাদ যেন পিছু ছাড়ছে না। একের পর এক দুঃসংবাদ লেগেই আছে তাদের জীবনে। অবৈধ ইমিগ্রেন্টদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। এবার বাড়ী ভাড়া দেওয়ার ক্ষেত্রে ইমিগ্রেশন চেক করার বিধান চালু করতে চাচ্ছে। ২০১৪ সালের নতুন ইমিগ্রেশন আইনে বলা হয়েছে বাসা ভাড়া দেওয়ার আগে বাড়ীর মালিককে অবশ্যই সম্ভাব্য ভাড়াটিয়ার ব্রিটেনে বসবাসের বৈধ অধিকার আছে কি না তা যাচাই করতে হবে। নতুবা যদি যাচাই বাছাই না করে বাড়ি ভাড়া দেওয়া হয় তাহলে প্রতি অবৈধ ইমিগ্রেন্টদের জন্য ৩ হাজার পাউন্ড করে জরিমানা গুনতে হবে বাড়ীর মালিককে। ১ ডিসেম্বর থেকে এ আইন কয়েকটি শহরে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। সরকার ইমিগ্রেন্ট অধ্যূষিত বার্মিংহাম, ওয়ালসল, ডাডলি, স্যান্ডওয়েল ও ওলভারহ্যাম্পটনে পরীক্ষামূলকভাবে এ বিধান চালু করবে। নতুন বিধান থেকে সুফল হলে তা সারাদেশে বাস্তবায়ন করবে সরকার।
নতুন আইন অনুযায়ী, বাসা-ভাড়া দেওয়ার আগে বাড়ীর মালিককে বা সংশ্লিষ্ট এজেন্সিকে ভাড়াটিয়াদের ইমিগ্রেশন সংক্রান্ত কাগজপত্র যাচাই করতে হবে। সংশ্লিষ্ট ভাড়াটিয়া অবৈধ ইমিগ্রেন্ট হলে তাকে বাসা ভাড়া দেয়া যাবে না। যদি কোন বাসায় অবৈধ ইমিগ্রেন্ট পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট বাড়ীর মালিককে প্রতিজন অবৈধ ইমিগ্রেন্টদের জন্য ৩ হাজার পাউন্ড করে জরিমানা গুনতে হবে।