যারা কর দেন তাদেরকে পেনশন ও চিকিৎসা দিতে হবে : সমাজকল্যাণমন্ত্রী
মৌলভীবাজার প্রতিনিধিঃ সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী বলেছেন, ‘যারা কর প্রদান করেন তাদের পেনশন ও চিকিৎসা ভাতাসহ অন্যান্য সুবিধা দিতে হবে। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন মন্ত্রী। জাতীয় রাজস্ব বোর্ড, কর অঞ্চল সিলেট এ মেলার আয়োজন করেছে। সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘করারোপ পদ্ধতি যতো সহজ হবে, ততই মানুষ কর দিতে উৎসাহিত হবে।’বর্তমান সরকারের ভিশন টোয়েন্টি টোয়েন্টি বাস্তবায়নের লক্ষ্যে বিত্তবানসহ যারা করের আওতায় রয়েছেন তাদের স্বতঃস্ফূর্তভাবে কর দানে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।সিলেট অঞ্চলের কর কমিশনার মাধব চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর আপিল ও অব্যাহতি) ড. মাহবুবুর রহমান, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন। স্বাগত বক্তব্য দেন- সহকারী কর কমিশনার আবু সাঈদ।উদ্বোধনী অনুষ্ঠানে কর আইনজীবী, করদাতা, শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।আয়োজক সূত্রে জানা গেছে, আয়কর মেলায় মোট ৯টি বুথ রয়েছে। ২০ সেপ্টেম্বর এখানে মৌলভীবাজার, শ্রীমঙ্গল ও কুলাউড়া অঞ্চলের আওতাভুক্ত করদাতাদের কর গ্রহণ করা হবে। এ অঞ্চল থেকে এবার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ লাখ টাকা এবং বার্ষিক ৩২ লাখ টাকা।