হাফিজ হারুনের মুক্তির দাবী জানিয়েছেন আল ফালাহ একাডেমী বালাগঞ্জের নেতৃবৃন্দ
বৃহত্তর সিলেটের বালাগঞ্জ উপজেলার কৃতি সন্তান আল ফালাহ একাডেমী বালাগঞ্জ-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ হাফিজ আব্দুল হাই হারুনের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছে নেতৃবৃন্দ। এক বিবৃতিতে পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান আব্দুস শাকুর, সেক্রেটারী মিজানুর রহমান বলেন, অন্যায়ভাবে একটি ষড়যন্ত্রমূলক মামলায় শিক্ষানুরাগী হাফিজ আব্দুল হাই হারুনকে গ্রেফতার করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগের বিষয়। এই শিক্ষাবিদ অসংখ্যা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার সাথে জড়িত থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সমাজের আর্তপীড়িত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। ষড়যন্ত্রমূলক সকল মামলা প্রত্যাহারের পাশাপাশি অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা। বিজ্ঞপ্তি