অপপ্রচারে কান না দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : খালেদ আহমদ উসমানি
জকিগঞ্জ প্রতিনিধি: প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত আওয়ামীলীগের বিজয় নিশ্চিত করতে সঠিক ধারার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। অপপ্রচারে কান না দিয়ে বাংলার মানুষের দাবী জামায়াত, শিবির, রাজাকার মুক্ত বাংলাদেশ গড়তে আওয়ামী প্রজন্মলীগ অগ্রনি ভূমিকা রাখতে হবে। রবিবার জকিগঞ্জ উপজেলা আওয়ামী প্রজন্মলীগের আহবায়ক কমিটির পরিচিত সভায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় প্রজন্মলীগের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক খালেদ আহমদ উসমানি এসব কথা বলেন। উপজেলা প্রজন্মলীগের আহবায়ক ফয়েজ আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রাসেল আহমদ ও জুনাইদ আহমদ জুনেদের যৌথ পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা প্রজন্মলীগের যুগ্ম আহবায়ক মাহমুদ হোসেন হিরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, উপজেলা কৃষকলীগ সহ সভাপতি মোক্তার হোসেন মুক্তা। বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌর যুবলীগ যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক সুবিনয় মল্লিক, ইউপি সদস্য ফাহিম আহমদ, যুবলীগ নেতা শাহারিয়ার হক, উপজেলা শ্রমিকলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, প্রজন্মলীগ যুগ্ম আহবায়ক কৌশিক রায়, আজমান আহমদ, শামীম আহমদ, আব্দুল মুকিত, মোস্তফা আহমদ, রসলাল বিশ্বাস, উপজেলা ছাত্রলীগ নেতা ফয়ছল আহমদ চৌধূরী, ইকবাল আহমদ চৌধুরী, আনোয়ার হোসেন, তানজিম শাহারিয়ার শাওন, লিমন আহমদ, রাকিব আল হাসান, কলেজ ছাত্রলীগ নেতা আব্দুর রহমান, পিংকু মালাকার, আশরাফ আলম, সাহেদ আহমদ, জামাল আহমদ, শাব্বির আহমদ, দিদারুল ইসলাম, প্রজন্মলীগ নেতা কাজল রানা, নাজির আহমদ, সিপান আহমদ, বাহার উদ্দিন, জুবের আহমদ, সাহাব উদ্দিন, দেলোয়ার, ইয়াসিন আহমদ, মিন্টু, নাহিদ আহমদ, তুষার, ইমন আহমদ, আরাফাত, সজল, আমিন আহমদ প্রমূখ। সভায় বক্তারা আরও বলেন একটি কুচক্রি মহল আওয়ামী প্রজন্মলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করতে প্রজন্মলীগ পরিচয় দিয়ে দালালিতে লিপ্ত রয়েছে তাদের প্রতিটি অপর্কমের দাত ভাঙ্গা জবাব দিতে প্রজন্মলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে আহবান জানিয়েছেন।