হাওর উন্নয়নের মাধ্যমে দেশকে সমৃদ্ধশালী করা সম্ভব

জকিগঞ্জের মজুমদারী হাওর পরিদর্শনে এমপি সেলিম উদ্দিন

zakigonj pic 22.08.14.1জকিগঞ্জ প্রতিনিধিঃ জকিগঞ্জের মজুমদারী হাওর পরির্দশনকালে সিলেট ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন বলেছেন হাওর উন্নয়নের মাধ্যমে দেশকে সমৃদ্ধশালী করা সম্ভব। হাওর উন্নয়ন করলে সরকার মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে। হাওর পরিদর্শনকালে উপস্থিত কয়েকশত মানুষকে তিনি মজুমদারী হাওর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশ্বস্ত করেন। এসময় সুলতানপুর ইউপির সাতঘরী গ্রামের মানুষের দূদশা দেখে এমপি সেলিম উদ্দিন ২ কিলোমিটার রাস্তা পাকাকরনের আশ্বাস দেন। দিনব্যাপী এলাকা ঘুরে এমপি সেলিম উদ্দিন বিভিন্ন গ্রামের মানুষের বর্ষাকালীন জনর্দূভোগ দেখে সাতঘরী গ্রামের ফারুক আহমদ তাপাদারের বাড়ীতে মধ্যেভোজ করে এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল খালিক সিলেট জেলা জাপার সহ-সভাপতি আব্দুশ শহীদ লস্কর বশীর, সাংগঠনিক সম্পাদক মর্তুজা আহমদ, উপজেলা জাপার সহ-সভাপতি আব্দুল মালিক মানই, সাধারন সম্পাদক হেলাল লস্কর, যুগ্ম সাধারন সম্পাদক আতিকুর রহমান, পৌর জাপার সাধারন সম্পাদক আবুল কালাম, পৌর যুব সংহতির সভাপতি মকু মিয়া, সাবেক সভাপতি আব্দুল জলিল মেম্বার, সাবেক সহসভাপতি মোস্তাক লস্কর, সাবেক সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন মুক্তা, জাপা নেতা শামীম মেম্বার, মস্তোফা আহমদ, সাবেক ইউপি সদস্য মুজিবুর রহমান, বছল আহমদ, হারিস আহমদ, আব্দুল আহাদ, ওলিউর রহমান, মানিকপুর ইউপি জাপার সাধারন সম্পাদক নোমান আহমদ, কাজলশার ইউপি জাপার সাধারন সম্পাদক কামাল আহমদ, সাবেক যুব সংহতি সভাপতি আব্দুল মতিন, সুলতানপুর ইউপি জাপার যুগ্ম সাধারন সম্পাদক হাসান আহমদ, সমাজসেবী আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ প্রমূখ।