জকিগঞ্জের চৌধুরী বাজারে তাফসীরুল কুরআন মাহফিল মঙ্গলবার
জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন মাঠে খাদিমুল কুরআন পরিষদ চৌধুরী বাজারের উদ্যোগে ১২ জানুয়ারী মঙ্গলবার এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করবেন ও তাফসীর পেশ করবেন মুন্সিবাজার মাদ্রাসার মুহতামীম প্রখ্যাত শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী, হাড়িকান্দি মাদ্রাসার মুহতামীম আল্লামা শায়েখ আব্দুল গণী, হাড়িকান্দি মাদ্রাসার শায়খুল হাদীস হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, ঢাকার মাওলানা আনোয়ার হোসেন চিশতি, সিলেট কাজির বাজার মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা আহমদ আলী, সিলেট দরগাহ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিছ মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, লামারগ্রাম মাদ্রাসার মুহাদ্দিছ মুফতি আবুল হাসান, বিয়ানীবাজার মেওয়া মাদ্রাসার নাজিমে তা’লিমাত মাওলানা আছাদ আহমদ ও মুরাদগঞ্জ মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা আব্দুল মালিক ক্বাসিমীসহ বিশিষ্ট ওলামায়ে কেরামগণ।
উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে সকলকে উপস্থিত থাকার জন্য খাদিমুল কুরআন পরিষদ চৌধুরী বাজারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন পরিষদের সভাপতি।