শাহাজাল সিটি কলেজে শাবি শিক্ষক সংবর্ধিত
সুরমা টাইমস রিপোর্টঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও শাহজালাল সিটি কলেজের সাবেক অতিথি শিক্ষক বেলাল আহমদ উচ্ছ শিক্ষার জন্য জাপান যাত্রা উপলক্ষে শাহজালাল সিটি কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রোববার শাহজালাল সিটি কলেজের মুক্তমঞ্চে এ সংবর্ধনা দেওয়া হয়। কলেজের অধ্যক্ষ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও শিক্ষার্থী জারিন তাসনিম চৌধুরী প্রভার উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল সিটি কলেজের প্রতিষ্টাতা অধ্যক্ষ এনামূল হক সরদার বলেন, প্রতিটি মানুষকেই অভিজ্ঞতার ভেতর দিয়ে যেথে হয়। জীবনে কেউ কাউকে স্থান ছেড়ে দেয়না, নিজের যোগ্যতা বলে যোগ্য স্থানটি দখল করে নিতে হয়। তিনি সংবর্ধিত শিক্ষক বেলাল আহমদের সু- স্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন।
সংবর্ধিত অতিথি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বেলাল আহমদ বলেন, শুধু মাত্র পড়াশোনা নয় বাইরের জগতেও দৃষ্টি রাখতে হবে। বাস্তবতার মধ্য দিয়ে জীবন শুরু হলে এর ভালো সুফল পাওয়া যায়। তিনি বলেন শাহজালাল সিটি কলেজ আমাকে যা দিয়েছে তা কোনদিন ভোলার নয়। অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক অহী আলম রেজা, মঈনুর রহমান, আবুল হাছান চৌধুরী জাকের, ইরাজ ভট্রাচার্য রাজীব, শিক্ষার্থীদের মধ্যে ফয়ছল আহমদ, দেবব্রত রাজ, তানজিয়া চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন, শাহজালাল সিটি কারিগরি কলেজের অধ্যক্ষ কমলেন্দু দাস, অধ্যাপক বেলাল আহমদের সহধর্মিনী রোকাইয়া ইয়াছমিন মিলি, শাহজালাল সিটি কলেজের প্রভাষক দেলোয়ার হোসেইন,মৃত্যঞ্জয় দাস, পৃথ¦ীরাজ রায়,জেমিমা রহমান, নিজাম উদ্দিন,রহমান হাফিজ,মনিরুজ্জামান,নেকী আক্তার জাহান প্রমুখ।