দক্ষিণ বিশ্বনাথ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
বিশ্বনাথ প্রতিনিধি: দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় সরুয়ালায় গতকাল শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান ও মিলাদ মাহফিল বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ছয়ফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ শিক্ষানুরাগী, সমাজসেবক, যুক্তরাজ্য প্রবাসী, মো. ইসলামউদ্দিন।
বিশ্বনাথ প্রেসকাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু’র পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শংকর কান্তি মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী, সমাজসেবক আব্দুল জলিল রবান, ওয়াজিদ আলী, তফজ্জুল আলী, আখলাকুর রহমান, হাবিবুর রহমান, আব্দুর রুপ, বিদ্যালয়ের শিক্ষক কামরুনেছা বেগম, শেলিনা খাতুন, সমির কান্তি দে, মাওলানা আবুল বাসার, ফজলুল হক, আতাউর রহমান, রফিকুল ইসলাম, শারমিন আক্তার, শিক্ষানুরাগী মো. টিপু আলী, নাজমুল ইসলাম, হাবিবুর রহমান হরুপ, মো. আশফাকুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে মিলাদ অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. আবুল বাসার।