অধ্যক্ষ ফরিদ চৌধুরী ও সিলেট নগর জামায়াতের শোক
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কুয়েতের পূর্ব আহমদি মসজিদের সাদ বিন খায়সামার পেশ ইমাম কুয়েত মিনিষ্ট্রি অব আওকাফ এফেয়ার্স এর সাবেক কর্মকর্তা সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নিবাসী অধ্যাপক মাওলানা এম.এ. মজিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ও সিলেট মহানগর নেতৃবৃন্দ।
অধ্যক্ষ ফরিদ চৌধুরীঃ
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা এম.এ মজিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।
গতকাল শনিবার এক শোক বার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বলেন, তার মৃত্যুতে দেশবাসী একজন উচ্চ মানের ইসলামী চিন্তাবিদকে হারালো। যা সহজে পুরণ হবার নয়। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন। আমীন
সিলেট মহানগর জামায়াতঃ
শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা এম.এ. মজিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর নেতৃবৃন্দ। শনিবার এক শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ বলেন, মাওলানা এম.এ. মজিদ ইসলাম, দেশ-জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের শিক্ষা প্রসারে তার ভূমিকা দেশ-জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এই ইসলামী চিন্তাবিদের মৃত্যুতে আলেম সমাজের যে অপুরণীয় ক্ষতি হলো তা কাটিয়ে উঠা সম্ভব হবে না। আল্লাহ তার প্রিয় বান্দাকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করুন। আমীন বিজ্ঞপ্তি