বিশ্বনাথে এসএসসি উক্তীর্ণ শিক্ষার্থীরা সংবর্ধিত

পাথরে নয় মানুষের হৃদয়ে নাম লেখাতে চাই
……ইয়াহইয়া চৌধুরী

photoবিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে গতকাল শনিবার এসএসসি পরীক্ষায় উক্তীর্ণ ছাত্র-ছাত্রী কে সংবর্ধনা দেয়া হয়েছে। আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সংবর্ধনা বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফ আলী আরশ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আজম আলী’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। তাঁর বক্তব্যে বলেছেন, পাথরে নাম লিখলে কয়েক দিন পর মুছে যায়। পাথরে নয় মানুষের হৃদয়ে নিজের নাম লেখাতে চাই। তিনি বলেন, কথায় নয় কাজে বিশ্বাসী হতে চাই। শিক্ষার্থীর অভিভাবকদের উদ্দেশ্য করে এহিয়া বলেন, সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। নিয়মিত স্কুলে যাচ্ছে কিনা সে ব্যাপারে নজর দিতে হবে। এতে ভাল ফল আসবে।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক) সোলায়মান হোসেন, কামালবাজার আলীম মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম মোহাম্মদ মনোহর আলী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আবদুল খালিক, সিলেট লেখক ফোরাম সভাপতি নাজমুল ইসলাম মকবুল, সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, উপজেরা জাতীয় পার্টির যুগ্ন-আহবায়ক আবদুল হান্নান, জাপা নেতা সালেহ আহমদ তোতা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অলংকারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিক আহমদ, বিশিষ্ঠ মুরব্বী তছির আলী, মুসলিম আলী, আরশ আলী, আব্দুন নূর, আশিক আলী, হারিছ আলী, আলী হোসেন, বাবুল মিয়া, সোবহান মিয়া, মুক্তাদির আলী, ইউ/পি সদস্য জোসনা বেগম প্রমুখ।