বারাকাতকে সিলেটে প্রতিহত করা হবে : মহানগর যুবলীগ
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, দেশ বরেন্য ব্যক্তিত্ব, আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর অন্যতম সদস্য, মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এম.পির বিরুদ্ধে ধূর্ত, বর্ণচোরা, বারাকাতের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে মহানগর যুবলীগের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল আজ দুপুর ১২ ঘটিকার সময় বের হয়। উক্ত মিছিলটি আম্বরখানা দর্শন দেউড়ী থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খাঁন মুক্তির সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক মুশফিক জায়গীরদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে আলম খাঁন মুক্তি বলেন,
বারাকাত সাহেবের বারবার চেষ্টা সত্ত্বেও অর্থমন্ত্রী উনার চাকরির মেয়াদ বাড়াতে সম্মত না হওয়ায় এবং আগের দিন জনতা ব্যাংকের অবক্ষয় হয়েছে, বারাকাতের দু:খ থাকলে থাকতে পারে মন্তব্য করায়। পেয়ে হারানোর বেদনা, অন্তর্জালা এবং দূর্নীতির দায় মাথায় নিয়ে চলে যাওয়ার গ্লানি থেকে বারাকাত গত বুধবার এই বক্তব্য দিয়েছেন। বারাকাতের বক্তব্য সমস্ত শিষ্ঠাচার লঙ্ঘন করেছে, অবিলম্বে পুরো জাতির কাছে ক্ষমা চেয়ে উনার বক্তব্য প্রত্যাহার না করলে বারাকাতকে সিলেটে প্রতিহত করা হবে। এবং সাত বিভাগের যুবলীগের নেতৃবৃন্দকে আহ্বান জানানো হবে বারাকাতকে প্রতিহত করার জন্য।
যুগ্নআহ্বায়কের বক্তব্যে সেলিম আহমদ সেলিম বলেন, কাঁেচর মত স্বচ্ছ জীবন যাপনের অধিকারী জনাব আবুল মাল আব্দুল মুহিত সর্ম্পকে বারাকাতের বক্তব্য শুধু আওয়ামীলীগ নয় গোটা রাজনীতি এবং দেশকে ক্ষতিগ্রস্থ করবে, পরবর্তীতে সৎ, দক্ষ ও মেধাবী ব্যক্তিগন রাজনীতিতে আসার উৎসাহ হারিয়ে ফেলবেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর যুবলীগের অন্যতম সদস্য ডা:হোসেন মো: রবিন, মাসুম বিল্লাহ, হুমায়ুন রশিদ লাভলু, সুবেদুর রহমান মুন্না, মিয়া মো: লিটন, জাকিরুল ইসলাম জাকির, রাহেল আহমদ চৌধুরী, সুলতান আলী মনসুর, আমীর হোসেন জুবেল, জুনেদ আহমদ, আনিসুর রহমান তিতাস, আতিকুর রহমান মনি, আব্দুর রব সায়েম, লাহিন আহমদ, কলিন্স সিংহ, রিমাদ আহমদ রুবেল, হোসেন আহমদ বাবু, ইকবাল হোসেন, মুরাদ আহমদ মোরন, শ্যামল সিংহ, গুলজার আহমদ জগলু, বিপ্লব পুরকায়স্থ, এডভোকেট গিয়াস উদ্দিন, আফজল কবির, সাজু ইবনে হান্নান খাঁন, কবির আহমদ শাজাহান, সুমন তালুকদার, আতিকুর রহমান সিপু, মিনার আহমদ, তোজাম্মেল হক তাজুল, ইমামুর রহমান লিটন, মুজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা ও জেলা যুবলীগ নেতা আনোয়ার আলী, শামস্ উদ্দিন শামস্, স্বেচ্ছসেবকলীগ নেতা গোলাম কিবরিয়া মাসুক, মো: জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন, বাবুল ঘোষ, বিমল চন্দ্র দাস, ছাত্রনেতা তারেক হাসান চৌধুরী, ইমদাদ হোসেন ইমু, রাসেল আহমদ, মিঠু মিয়া, ফারুক আহমদ সুমন, সাকারিয়া হোসেন সাকির, রিমু খাঁন, দবির আলী, গোলাম মোস্তফা, আকতার হোসেন, রিপন আহমদ, খোয়াজ আলী কয়েছ, শাহ আলম, আনসার মিয়া, নোমান রাজা, শাওন আহমদ, সাদেক আহমদ, উত্তম দাস, প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি