চা শ্রমিক নেতা রীতা কুর্মি মৃতুতে শোকসভা অনুষ্টিত

tea workersমালনীছড়া রাবার শ্রমিক সংঘের সভাপতি জয় মাহাত্য কর্মির স্ত্রী চা শ্রমিক সংঘের সক্রীয় কর্মি রীতা মাহাত্য কুর্মির মৃতুতে গতকাল চা শ্রমিক সংঘের উদ্যেগে মালনীছড়া বাগানের পূজামান্ডব প্রাঙ্গনে এক শোকসভা অনুষ্টিত হয়। শোক সভায় সভাপতিত্ব করেন চা শ্রমিক সংঘের মালনীছড়া শাখার নেতা সকুনতলা প্রধান, সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোঃ ইয়াছিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সহ সভাপতি আবুল কালাম আজাদ, বক্তব্য রাখেন রাজনগর চা শ্রমিক সংঘের নেতা বিপ্লব মাদ্রাজি পাশি, মোঃ শাহিন, সংকর নায়েক বাসুদেব, জয় মাহাত্যক কুর্মি, হোটেল শ্রমিক ইউনিয়নের মহানগর কমিটির সহ সভাপতি আরিফুল ইসলাম, জাতীয় ছাত্রদল শাবি শাখার সভাপতি সৈকত শুভ, প্রেস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ.কে আজাদ সরকার, কৃষক সংগ্রাম সমিতি সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ সুজন। প্রধান অতিথি মোঃ ইয়াছিন বলেন পাকিস্তান আমলের শ্রম শোষনের সাথে বাংলাদেশ আমলের শোষনের কোন পার্থক্য নেই। চা শ্রমিকরা মাত্র ৬৯ টাকা মজুরী দিয়ে চলতে হচ্ছে। তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। চা শ্রমিকরা বাগানে এম.বি.বি.এস ডাক্তার, মহিলা শ্রমিকদের জন্য মহিলা ডাক্তার সহ সকল বাগানে রুগি বহনের জন্য এম্বোলেন্সের দাবি তুলেচেন। চা শ্রমিকদের দাবী অত্যান্ত যুক্তিক। তিনি কালাগুল বাগানের চা শ্রমিকদের দাবি পূরণ করে বাগান চালু করার আহবান জানান।  বিজ্ঞপ্তি