শ্রমিক নেতা জয় মাহাত্য কুর্মি জামিনে মুক্তি : বাগানে ব্যাপক শ্রমিকদের সংবর্ধনা

1বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সদস্য, সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক, মালনীছড়া রাবার শ্রমিক সংঘের সভাপতি চা শ্রমিকদের প্রাণ প্রিয় নেতা জয় মাহাত্য কুর্মি জামিনে মুক্তি পেয়েছেন। গত ৬ এপ্রিল আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর ৭ এপ্রিল সকালে সিলেট জেলা কারাগার থেকে বের হন। আজ ১৫ এপ্রিল বিকাল ৫ঘটিকার সময় চা ও রাবার শ্রমিক সংঘের পক্ষ থেকে মালনীছড়া বাগানে এক সংবর্ধনা সমাবেশের আয়োজন করা হয়। সংবর্ধনা সমাবেশে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সহ সভাপতি আবুল কালাম আজাদ। সংবর্ধনা সমাবেশে সভাপতিত্ব করেন চা শ্রমিক নেতা সকুনতলা প্রধান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এন ডি এফ 4সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক এডভোকেট জাহাঙ্গির আলম, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ.কে আজাদ সরকার, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আরিফুল ইসলাম। বক্তব্য রাখেন চা শ্রমিক সংঘের বিভাগিয় কমিটির সদস্য রাধামনি মুন্ড। রাবার শ্রমিক সংঘের নেতা মোঃ শাহিন, চা শ্রমিক নেতা বিমল গঞ্জু, সংবর্ধিত নেতা জয় মাহাত্য কুর্মি। সংবর্ধনা সভা থেকে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৪০০ টাকা প্রদান, ভূমি অধিকার সহ চা রাবার শ্রমিকদের উপর দায়েরকৃত ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। উল্লেখ্য যে, রাবার শ্রমিক নেতা জয় মাহাত্য কুর্মি চা ও রাবার শ্রমিকদের দাবি ও অধিকার আদায়ের আন্দোলনের সাথে জড়িত থাকায় ২০০২ সালে ৪ মাস ১৩ দিন, ২০১৪ সালে ৬ মাস ৩ দিন, ২০১৫ সালে ৩ মাস ৯ দিন কারাভোগ করেন। এই পর্যন্ত তার নামে কর্তৃপক্ষ কর্তৃক ২টি, পুলিশ এসল্ট মামলা ২টি, হত্যা মামলা ১টি, ডকাতি মামলা ২টি সহ এই পর্যন্ত ৬টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ৬ এপ্রিল কারা ফটকে আসা মাত্র একজন পুলিশ কর্মকর্তা তার নামে আরো ২টি ডাকাতি মামলা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জয় মাহাত্যকে সতর্ক করেন। প্রেস বিজ্ঞপ্তি