মুকুল সম্পাদক লুৎফুর রহমান দেশে আসছেন
মুকুল প্রতিবেদক: আমিরাত বাংলা জনপ্রিয় মাসিক মুকুল পত্রিকার সম্পাদক ছড়াকার লুৎফুর রহমান দেশে আসছেন। তিনি দেশে এসে মুকুল পত্রিকার প্রসারে কাজ করবেন। এছাড়া তার প্রকাশিত ছড়াগ্রন্থ-‘লাল-সবুজের ছড়া, বিয়ানীবাজারে গড়া’, ‘সুরমা ফারর ছড়া’ ও ‘তেলমারো’ ছড়াগ্রন্থের অন্তরঙ্গ পাঠ করবেন যথাক্রমে সিলেট শহর ও বিয়ানীবাজারে।
তিনি মুকুল পত্রিকা সম্পাদনার পাশাপাশি দুবাই থেকে পরবাসীদের সুখ দুখ নিয়ে নিয়মিত লিখে যাচ্ছেন জাতীয় পত্রিকা প্রথম আলো ও দৈনিক যুগান্তরের পরবাস পাতায়। এ পর্যন্ত তার ৪টি ছড়াগ্রন্থ প্রকাশিত হয়েছে। আগামি বইমেলায় আমিরাত বিষয়ক ভ্রমণ বই এবং সিলেটের গণহত্যা ও আঞ্চলিক ছড়ার বই প্রকাশের অপক্ষোয়। তিনি সিলেট বিয়ানীবাজারের নিদনপুর গ্রামের মাহমুদ আলী ও নাজমা মাহমুদের বড় ছেলে। তিনি দেশে অবস্থানকালে ০১৭১৫৪০৯৬৬৬ এবং [email protected] এই ইমেইলে যোগাযোগ রাখবেন। তিনি ১৯ সেপ্টেম্বর দুবাই থেকে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।