ব্লাড ক্যান্সারে আক্রন্ত রুগীর সাহায্যার্থে সাংস্কৃতিক অনুষ্ঠান
চিকিৎসার অভাবে যাতে কোন দরিদ্র মানুষ মারা না যায় সাহায্যার্থে আমাদের এগিয়ে আসা উচিৎ
সিলেট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান বলেছেন বিত্ত বানদের পাশা-পাশি আর্তপিরীত মানুষের সেবায় সামজিক সংগঠন গুলোকেও এগিয়ে আসা প্রয়োজন। তাহলে সমাজে অবহেলিত বঞ্চিত মানুষেরা ধুকে ধুকে মরতে হবে না। আমাদের সকলকে একদিন না একদিন মৃত্যু বরন করতে হবে। কিন্তু এই মৃত্যুটি সাভাবিক মৃত্যু হওয়া সকলেরই কাম্য। চিকিৎসার অভাবে যাতে কোন দরিদ্র মানুষ মারা না যায় সে দিকে আমাদের খেয়াল রাখা এবং এগিয়ে আসা মানবিক দায়ীত্ব। গত ১১ সেপ্টেম্বর সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বৈশাখী যুব কল্যাণ পরিষদের আয়োজনে ব্লাড ক্যান্সারে আক্রান্ত বাউল শিল্পি শীলা সরকারের মা, ফিরোজা বেগমের চিকিৎসার সহায্যাথে বাউল ও মালজোড়া গান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সন্ধা ৭ টা থেকে রাত ৩ টা পর্যন্ত চলে। সাংস্কৃতিক অনষ্ঠানের মধ্য খানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৈশাখী যুব কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র কমিউনিটি নেতা আলহাজ্ব শাহ নুর চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক সাহেদ আহমদ শান্ত’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা জগলু চৌধুরী, সাংবাদিক তাজুল ইসলাম বাঙ্গালী, আওয়মীলীগ নেতা মোস্তাক আহমদ পলাশ, বাবলু আহমদ, মোঃ রফিক মিয়া, মনিবুর রহমান সরকার, মাহবুবুর রহমান মবু, হরিপদ চন্দ, ফারুক আহমদ, কজী জসীম উদ্দীন, আলী জলালাবাদী, জমির হোসেন, শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন, পরিষদের সাধারন সম্পাদক মিনহাজ আহমদ, সহ সভাপতি সেলিম আহমদ খান, প্রচার সম্পাদক মাসুদ আহমদ, কার্যকরী সদস্য সেবুল আহমদ, শাহীন আহমদ, আবিদ আলী, রুবেল আহমদ, সজিব আহমদ, ফখরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন, বাউল মনিবুর রহমান সরকার, বাউল কবির শাহ, রুবি আহমদ মন, তন্বী দেব, সাংবাদকি এম রহমান ফারুক, বাউল সৈয়দ আহমদ, বাউল সারওয়ার, পপি কর, তাসলিমা আক্তার লিমা।
কৌতুক পরিবেশন করেন আলা উদ্দিন আলাল, নিত্য পরিবেশন করেন সিলেক্স ডান্স একাডেমির শিল্পি বৃন্দ। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন কাজী জসীম উদ্দিন। অনুষ্ঠান শেষে টিকেট বিক্রি ও সাহায্যের টাকা শিল্প শীলা সরকারের হাতে তুলে দেন প্রধান অতিথি। বিজ্ঞপ্তি