শ্রমিকদের অধিকার বাস্তবায়নে বর্তমান সরকার অত্যান্ত আন্তরিক : আলহাজ্ব আশফাক আহমদ

ASHFAK PHOTO copyসিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, শ্রমিকদের অধিকার বাস্তবায়নে বর্তমান সরকার অত্যান্ত আন্তরিক। চা শিল্পের উন্নয়নের সাথে শ্রমিকরা অঙ্গাঅঙ্গী ভাবে জড়িত। তাদের জীবন মান উন্নয়নে সরকারের পাশাপাশি বাগান মালিকদের এগিয়ে আশা উচিৎ। দেশের সবচেয়ে অবহেলিত শ্রমিক চা শ্রমিক। এদের বেতন ভাতা এবং থাকার বসত বাড়ীর দিকে তাকালে অত্যান্ত কষ্ট অনুভব করতে হয়। বর্তমান সরকার চা শ্রমিকদের বিভিন্ন সমস্যার প্রতি নজর দিয়েছে। তাদের জীবন মান যাতে উন্নত হয়। ন্যায় সংগত অধিকার আদায়ের ক্ষেত্রে শ্রমিকদের মাঝে ঐক্যবদ্ধতা একান্ত প্রয়োজন। । গতকাল ১২ সেপ্টেম্বর বিকেলে লাক্কাতুরা সংলগ্ন মাঠে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন উত্তর সিলেট ভ্যালীর কার্যকরী সভাপতি রাজু গোয়ালা ও ২২ বাগানের নবনির্বাচিত পঞ্চায়েত কমিটির সংবর্ধনা ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি। ইউপি সদস্য রনবাহাদুর জুটে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাক্কাতুরা চা বাগানের ব্যবস্থাপক সৈয়দ মাহমুদ হাসান, বাংলাদেশ স্টাফ এসোসিয়েসনের কোষাধ্যক্ষ বুলবুল আহমদ চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের আইন বিষায়ক সম্পাদক আব্দুল আজিজ, সাবেক ইউপি সদস্য গুনোধর গোয়ালা সাবেক পঞ্চয়েত কমিটির সভাপতি ভুপেশ লোহার, ইউপি সদস্য খালেদ আহমদ চৌধুরী মিল কান্তি গোস্বামী, শয়ন মনী গোয়ালা, রনজিত লোহার, বিরবল লোহার, বিমল গঞ্জু, কল্যাণী চাষা, সবুজ তাঁতী প্রমুখ। প্রধান অতিথি আলহাজ্ব আশফাক আহমদ নবনির্বাচিদের হাতে ক্রেষ্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিজ্ঞপ্তি