দূর্গা পূজায় ৫ দিনের ছুটি দাবী পূজা উদযাপন পরিষদের

DSC_0137 copyবাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে যৌথ প্রতিনিধি সম্মেলনে বক্তরা বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। আদি বাসী সহ নারী পুরুষ ধর্ম বর্ণ গোত্রের নির্বিশেষে সকলই যাতে রাষ্ট্রের সম অধিকার ও সম মর্যাদা ভোগ করতে পারে তা নিশ্চেত করার লক্ষ্যে সরকারকে আন্তরিক হতে হবে। বক্তরা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গা পূজায় ৫ দিনের সরকারী ছুটি ঘোষনা করে মঠ মন্দির রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহন করতে হবে। গতকাল শুক্রবার নগরীর চৌহাট্টাস্থ ভোলানন্দগীরি আশ্রমে পুজা উদযাপন পরিষদের সম্মেলনে বক্তারা এ দাবী জানান। পূজা উদযাপন পরিষদের জেলার সভাপতি নিরঞ্জন কুমার দে এর সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য। সভার শুরুতে গীতা পাঠ করেন হরিপদ শর্মা, প্রতিনিধি সম্মেলনে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তী মানষ, অসিত ভট্টাচর্য্য, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এ্যাড. মৃত্যুঞ্জয় ধর ভোলা, বক্তব্য রাখেন এ্যাড. প্রদিপ ভট্টাচাযর্, মহানগরের সভাপতি এ্যাড. বিমান দাস, সাবেক কাউন্সিলর জগদীশ দাস, এ্যাড. স্বপন কুমার দাস, মুক্তিযোদ্ধা সুবাস চন্দ্র পাল, এ্যাড. দিলিপ কুমার দাস চৌধুরী, রুমা চক্রবর্তি, চন্দন সাহা, মলয় পুুরকায়স্থ, সুব্রত দেব, তপন মিত্র, প্রদিপ কুমার দেব, অরুন দেবনাথ সাগর, মানিক লাল দে, সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন, সুনিল পাল, ধনঞ্জয় দাস ধনু, নিরেশ দাস, চন্দন দাস, অধীর চন্দ সুত্রধর, অমৃত লাল ভট্টাচর্য্য, মালিক লাল দেব, সনৎ চন্দ্র দাস, সনঞ্জয় চন্দ্র নাথ, সুভাশ চন্দ্র পাল, নীশিকান্ত পাল, শ্রীবাস মোহালি, বিজন চন্দ্র নাথ, বিপ্লব চক্রবর্তী, করুনাময় চন্দপ্রমুখ। বক্তারা সরকারী মহিলা কলেজ বার্ষিকী ‘অনন্যা’ ম্যাগাজিন বাতিল ও ড. মোহাম্মদ শামিম খানের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন। বক্তারা অবিলম্বে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন, বৌদ্ধ ফাউন্ডেশন, খ্রিষ্টান ফাউন্ডেশন নামে পৃথক ফাউন্ডেশন গঠনের দাবী জানান। সভায় শোক প্রস্তাব পাঠ করেন নিরঞ্জন চন্দ চ্নদ্র, সিদ্ধান্ত প্রস্তাব পাঠ করেন মহানগর যুগ্ম সম্পাদক দেবব্রত চৌধুরী লিটন। বক্তারা ধর্মীয় ভাব গম্ভীরর্যের সাথে শারদীয় দুর্গোউৎসব পালন করার জন্য সনাতন ধম্বালম্বীদের প্রতি অহবান জানান। এবং আগামী ৩ আক্টাবর বিকেল ৫ টা থেকে প্রতিমা নিরঞ্জন কার্যক্রমে অংশ নেয়ার আহবান জানান। বার্ষিক প্রতিনিধি সম্মেলনেু সিলেট জেলার ১২ টি উপজেলা মহানগর ২৭ টি ওয়ার্ড, বিভিন্ন শারদীয় দর্গা পুজা কমিটি ও সিলেট জেলা মহানগর শাখার সকল নেত্রী বৃন্দ। বিজ্ঞপ্তি